Custom Search
/* end search result */

Pages

Related Task

Sunday, June 8, 2008

লোকেন বোসের জর্নাল --------- জীবনানন্দ দাস


সুজাতাকে ভালোবাসতাম আমি —

এখনো কি ভালোবাসি?

সেটা অবসরে ভাববার কথা,

অবসর তবু নেই;

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে

এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে

সুজাতাকে আমি ভালোবাসি কি না।

পুরোনো চিঠির ফাইল কিছু আছে:

সুজাতা লিখেছে আমার কাছে,

বারো তেরো কুড়ি বছর আগের সে-সব কথা;

ফাইল নাড়া কি যে মিহি কেরানীর কাজ;

নাড়বো না আমিনেড়ে কার কি লাভ;

মনে হয় অমিতা সেনের সাথে সুবলের ভাব,

সুবলেরই শুধু? অবশ্য আমি তাকে
মানে এই — অমিতা বলছি যাকে —
কিন্তু কথাটা থাক;

কিন্তু তবুও —আজকে হৃদয় পথিক নয়তো আর,
নারী যদি মৃগতৃষ্ণার মতো — তবে
এখন কি করে মন কারভান হবে।
প্রৌঢ় হৃদয়,
তুমিসেই সব মৃগতৃষ্ণিকাতলে ঈষৼ সিমুমে
হয়তো কখনো বৈতাল মরুভুমি,
হৃদয়, হৃদয় তুমি!

তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে তব চুপে
মরীচিকা জয় করেছো বিনয়ী যে ভীষন নামরূপে
সেখানে বালির সৼ নিরবতা ধূ ধূ
প্রেম নয় তবু প্রমেরই মতন শুধু।
অমিতা সেনকে সুবল কি ভালোবাসে?
অমিতা নিজে কি তাকে?
অবসর মতো কথা ভাবা যাবে,
ঢের অবসর চাই;
দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত হওয়া চাই
এখনি টেনিসে যেতে হবে তবু,
ফিরে এসে রাতে ক্লাবে;

কখন সময় হবে।
হেমন্তে ঘাসে নীল ফুল ফোঁটে —
হৃদয় কেন যে কাঁপে,
'ভালোবাসতাম' — স্মৃতি — অঙ্গার — পাপে
তর্কিত কেন রয়েছে বর্তমান।
সে-ও কি আমায় —
সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিলো?
আজো ভালোবাসে নাকি?
ইলেকট্রনেরা নিজ দোষগুনে বলয়িত হয়ে রবে;
কোনো অন্তিম ক্ষালিত আকাশেএর উত্তর হবে?
সুজাতা এখন ভুবনেশ্বরে;
অমিতা কি মিহিজামে?
বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে — সবই।
ঘাসের ভিতরে নীল শাদা ফুল ফোটে হেমন্তরাগে;
সময়ের এই স্থির এক দিক,
তবু স্থিরতর নয়;
প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়।

Tuesday, June 3, 2008

এই তুমি সেই তুমি

এই তুমি সেই তুমি
কত চেনা চির চেনা,
তোমার ঐ মুখ খানা।
এই খানে সেই খানে
ভাবি তোমায় নিরালায়,
কত দিন কত রাত
এই ভাবে চলে যায়।

তোমার ঐ স্মৃতিতে
হাত বুলাই এখনো,
কিছুটা স্বস্তিতে থাকি কিছুক্ষণ।
কষ্টগুলো ফের উঁকি দেয় ডানামেলে,
হৃদয়ের কোটরে।

বলি, তোরা এসেছিস?
কষ্ট দিবি আমাকে ?
দিয়ে যাও যত পার।
কত যে স্বপ্ন এঁকেছি,
তোমাকে নিয়ে আকাশের গায়ে,
তারকাগুলো তখন খুব কষ্ট পেত,
কেন এত ভালবাসি তোমাকে ?
তারকাগুলোকে বলি
জেসি আমার রাজ্যের রাজকন্যা,
তাকে ভালবাসি জীবনের চেয়ে বেশি।

আজ
অশ্রুগুলোও কষ্ট পায়,
যখন জরে আপন মনে,
তোমাকে ভেবে।

Monday, June 2, 2008

আমার স্বপ্নগুলো

তুমি আমার শীতের সকাল
গায়ে জড়ানো চাদর।
তুমি আমার শিশির কণা
মুক্তা মাখানো হাসি।
তুমি আমার রাতের আধার
গত হওয়া স্মৃতি।
তুমি আমার পূর্নিমা চাঁদ,
চেয়ে থাকি শুধু।
তুমি আমার তারার আলো,

দু'চোখ জুড়ানো স্বপ্ন।

তুমি আমার আলো আধার

হতাশার জাল বুনা,

তুমি আমার ঝরঝর বৃষ্টি,
শুষ্ক মরুতে প্রনের ছোয়া।
তুমি আমার এক মূহুর্ত,
প্রশান্তির আভা,
তুমি আমার গাছের আড়াল,
প্রখর রোদে ছায়া।
তুমি আমার ঝর্না ধারা,
জীবনের একটু প্রশান্তি
তুমি আমার আশার আলো
দূর হয়ে যায় ক্লান্তি।

তুমি আমার বিশাল আকাশ
সাগরের জল রাশি,
তুমি আমার রঙ্গীন স্বপ্ন,
ছুতে পারিনি।

তুমি আমার প্রিয় মানুষ,
প্রতিটি রক্ত কণা,
তুমি আমার জীবন মরন,
রঙ্গীন স্বপ্নে বুনা আল্পনা।

Feedback

For feedback please mail to murad4jc@gmail.com