Custom Search
/* end search result */

Pages

Related Task

Tuesday, June 3, 2008

এই তুমি সেই তুমি

এই তুমি সেই তুমি
কত চেনা চির চেনা,
তোমার ঐ মুখ খানা।
এই খানে সেই খানে
ভাবি তোমায় নিরালায়,
কত দিন কত রাত
এই ভাবে চলে যায়।

তোমার ঐ স্মৃতিতে
হাত বুলাই এখনো,
কিছুটা স্বস্তিতে থাকি কিছুক্ষণ।
কষ্টগুলো ফের উঁকি দেয় ডানামেলে,
হৃদয়ের কোটরে।

বলি, তোরা এসেছিস?
কষ্ট দিবি আমাকে ?
দিয়ে যাও যত পার।
কত যে স্বপ্ন এঁকেছি,
তোমাকে নিয়ে আকাশের গায়ে,
তারকাগুলো তখন খুব কষ্ট পেত,
কেন এত ভালবাসি তোমাকে ?
তারকাগুলোকে বলি
জেসি আমার রাজ্যের রাজকন্যা,
তাকে ভালবাসি জীবনের চেয়ে বেশি।

আজ
অশ্রুগুলোও কষ্ট পায়,
যখন জরে আপন মনে,
তোমাকে ভেবে।

No comments:

Feedback

For feedback please mail to murad4jc@gmail.com